শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রবিবার থেকে ২০ দলের ৭২ ঘণ্টার হরতাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।

একইসাথে আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট।

এর আগে গত ৩ সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে বিরোধী এ জোট। আগামী সপ্তাহের কার্যদিবসের ১ম ৩ দিন হরতাল ডাক দেয়ার মাধ্যমে সে ধারা অব্যাহত রাখলো তারা।

দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Spread the love