শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তিন রসায়নবিদ।

বুধবার (৩ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রয়্যাল সুইডিশ একাডেমি রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।

রসায়নে তিন নোবেল বিজয়ী হলেন-  মার্কিন রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার।

বিবর্তনবাদের ধারণা গবেষণাগারে প্রয়োগের মাধ্যমে নতুন ধরনের রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার পথ দেখিয়ে রসায়নের নোবেল জিতে নেন এ তিন বিজ্ঞানী।

Spread the love