শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রহিম বখস বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে যেন প্রাক্তনদের মিলনমেলা

বিপুল সরকার সানি, দিনাজপুর প্রতিনিধি : শুক্রবার সকাল, ঘড়ির কাটায় তখন প্রায় ৯ টা। দিনাজপুরের বীরগঞ্জ রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের মাঠে একদল বয়স্ক ব্যক্তি খোসগল্পে মেতেছেন। কিছুদুর এগিয়েই দেখা যায়, ৩ থেকে ৪ জন করে বয়স্ক ব্যক্তিরা জড়ো হয়ে একটি একটি করে দলে বিভক্ত হয়ে গল্প-গুজব করছেন। এই গল্পের বেশিরভাগ কথায় ছিল পুরোনো দিনের স্মৃতিচারন, আর তার সাথে ছিল হাসাহাসি। যেন বাল্যকালের রঙিন দিন ও দুরন্ত শৈশবের দৃশ্যপট ভাসছে চোখের সামনে। আর এক সময় তারা গল্পের মাঝে চলেও যায় পুরোনো দিনের গহিন বনে।

দিনাজপুরের বীরগঞ্জ রহিম বখশ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে এমন চিত্র ছিল বিদ্যালয়ের মাঠে। আর এই গল্প-গুজব যারা করছেন তারা এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের আয়োজন করে বিদ্যালয় এলামনি এসোসিয়েশন। তবে এটি পূর্তি উৎসব হলেও পুরো বিদ্যালয়ের মাঠ জুড়েই ছিল প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার দৃশ্য। এই দৃশ্যে দেখা যায় পুরোনো বন্ধুকে কাছে পেয়ে জড়িয়ে ধরা, আবেগ আপ্লুত হয়ে চোখ ভিজে যাওয়া। তবে এটি ছিল আনন্দের অশ্রু।

শুক্রবার নামাজের দিন হওয়ায় দুপুর সাড়ে ১২ টার মধ্যেই পূর্তি উৎসবের প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষ হয়। এরপরে বিকেল ৩ টা থেকে শুরু স্মৃতিচারন বক্তব্য। এসময় একেকজন একেকটি ঘটনা বলে স্মৃতিচারন করেন। কেউবা প্রিয় শিক্ষকের পাঠদানের কৌশল, কারওবা উপদেশ, আর কারও মুখে ছিল প্রিয় বন্ধুর আচার-ব্যবহার। এমনটিই ছিল পুরো স্মৃতিচারন উৎসব জুড়ে। স্মৃতিচারন আলোচনায় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। দোয়া চান প্রিয় শিক্ষক, বন্ধু-বান্ধব ও বড়ভাইদের, যারা আর এই পৃথিবীতে নেই তাদের আত্মার মাগফেরাতের জন্যও। এই বিদ্যালয়ে কিভাবে পড়াশোনা হতো, পড়াশোনার মান কেমন ছিল, কেমন ছিল তখনকার শিক্ষাব্যবস্থা এমন সব কথা উঠে আসে স্মৃতিচারন বক্তব্যে।

এর আগে সকাল ৯ টায় পুরাতন ও নতুন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালী বের হয়। ‘এসো মিলি মনের টানে, যেমন আছি যে যেখানে’ শ্লোগানে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান মো: বদরুদ্দোজা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, শিল্পপতি মনজুরুল ইসলাম মনজু, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, শেখ শরীফ উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় স্কুল জীবনের বাল্যবন্ধুদের সাথে মিলিত হওয়া ও প্রিয় শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যেই এই আয়েজন বলে জানিয়েছে আয়োজকরা।

এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন শিল্পপতি মনজুরুল ইসলাম মনজু। তিনি তার বক্তব্যে বলেন কিভাবে তিনি পড়াশোনা করেছেন। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেই হয়েছেন ব্যবসায়ী। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবনকে সুন্দরভাবে গড়তে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। তবে এই সাথে ভাল শিক্ষক ও ভাল সহপাঠীর গুরুত্ব অবশ্যই যুক্ত হতে হবে।’

এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-প্রধান শেখ শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘সবাইকে একসাথে পেয়ে যে আনন্দ হচ্ছে তা কখনোই ভোলার নয়। এখন অনেকেরই হয়তো চাওয়া-পাওয়া পুরন হয়েছে।’

এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে অনেকেরই সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু এখানে অনেক শিক্ষার্থীই রয়েছেন যারা বর্তমানে পেশার জন্য অন্যস্থানে বসবাস করেন। তাদেরকে আজকে কাছে পেয়ে আমরা বেশ আনন্দিত।’

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেও ধন্য হয়েছি। এ যেন মহাসুখের একটি দিন, মহামিলনের একটি ক্ষণ। আমি চাইবো প্রতিটি বিদ্যালয়ে এই ধরনের আয়োজন থাকুক। আর এইসব আয়োজনে আজকে যারা শিক্ষার্থী তারাও উপস্থিত থাক। কারন এইসব ব্যক্তিদের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে, অনেক কিছুই জানার আছে। যা তাদের ভবিষ্যত জীবনের জন্য কাজে লাগবে।’

আয়োজক কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম চৌধুরী সুমনের উপস্থাপনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love