শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাখাইনে বাড়িঘরে আগুন দেয়ার প্রমাণ মিলেছে স্যাটেলাইট ছবিতে

স্যাটেলাইট ছবিতে আবারও উঠে এলো, রাখাইনের একটি গ্রামে বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়ার দৃশ্য। বেসামরিক আদিবাসীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক বর্বরতার প্রমাণ এগুলো। এসব তথ্য জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক ফিল রবার্টসন জানান, রাখাইনের লেট কার গ্রামে পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ২শ’ বাড়িঘর ও ভবন। ১৬ মে স্থানীয় সময় দুপুর ২টার দিকে একটি স্যাটেলাইট থেকে অগ্নিকাণ্ডের এই ছবি ধারণ করা হয়।

HRW বলছে, গেল কয়েক বছর ধরে রোহিঙ্গা গ্রামগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে মিয়ানমারের সেনারা, লেট কার গ্রামেও সে ছাপ স্পষ্ট। প্রকৃত ঘটনা যাচাই করে দোষীদের বিচারের আওতায় আনতে এবং গ্রামবাসীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায়, চলতি মাসেই রাখাইনে আদিবাসীদের ওপর নিপীড়নের তথ্য স্বীকারে বাধ্য হয় মিয়ানমারের সেনাবাহিনী।

Spread the love