শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশ-বিএনপি’র ব্যাপক সংঘর্ষ : আহত ২০

সাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার) ঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
ঘোষণার জন্য সোমবার সিইসির বক্তব্যের পর রাজশাহীতে বিক্ষোভ করেছে বিএনপি
নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব
মিজানুর রহমান মিনুর নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়। এসময় বাধা দিলে পুলিশের
সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ
ঘটনায় বিএনপির ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে
ভাষণে তফসিল ঘোষণার পর পরই মিছিল বের করে আওয়ামী লীগ ও বিএনপি
নেতাকর্মীরা। এসময় আ’লীগ কর্মীরা নির্বাচনকে স্বাগত জানিয়ে স্লোগান দেয়।
এদিকে একই সময় রাজশাহী মহানগর ১৮ দলের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রিয় যুগ্ম
মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ
মিছিল বের করা হয়। ভুবন মোহন পার্ক হতে শুরু হয়ে সাহেববাজার ও জিরো
পয়েন্ট হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির দিকে যেতে থাকলে কিছু কর্মী পুলিশ
ফাঁড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এসময় পেছনে থাকা পুলিশ সদস্যরা
তাদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট, গ্যাস বোমা ও টিয়ারসেল নিক্ষেপ
করে। এসময় বিএনপি কর্মীরা পুলিশ ফাঁড়িতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়।
এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে ফাকা গুলি ও
টিয়ারসেল নিক্ষেপ করে।
এছাড়া   সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজশাহীর কাটাখালীতে শ্যামলী পরিবহনের
একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Spread the love