শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর অক্ট্রয় মোড়ে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ

রাজশাহী থেকে সাব্বির হোসেন অনিকঃ ১৮ দলের টানা ৬০ ঘন্টা হরতালের তৃতীয়
দিনে আজ দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর অক্ট্রয় মোড় এলাকায় পুলিশের সঙ্গে
ছাত্রদল নেতা-কর্মীর সংঘর্ষ ঘতেছে।
এ ঘটনায় তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে দাবি রাবি ছাত্রদলের।
রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, “হরতালের সমর্থনে মিছিল
বের করার আগে পুলিশের সঙ্গে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের ছোড়া টিয়ার সেলে আমাদের তিন কর্মী আহত হয়েছে।”
নগরীর মতিহার থানার ওসি আব্দুস সোবহান জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রদল
নেতাকর্মীরা রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর পেট্রল ঢেলে আগুন দিয়ে অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ এসে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
এ সময় ছাত্রদলকর্মীরা পুলিশের দিকে দুইটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে
পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যা বের টহল অব্যহত রয়েছে
বলেও জানান তিনি।
এদিকে, মঙ্গলবার গভীর রাতে নগরীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। পরে ফায়ার
সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Spread the love