শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজিবপুরে মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি : বাদিয়াখালী ত্রান ও পূর্নবাসন সংস্থা (বিটিপিএস) সহযোগিতায় দাতা সংস্থা ইউ,এস এর অর্থায়নে কুড়িগ্রামের রাজিবপুরে মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বিটিপিএস এর উপজেলা অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। এ সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসের,বাদিয়া খালী ত্রান ও পূর্নবাসন সংস্থার প্রকল্প পরিচালক মো: মনোয়ার হোসেন,সংস্থার এইচ,আর,ডি পরিচালক মো: গাজী সালাহ উদ্দীন,সংস্থার এ,ডি,ডি পরিচালক রফিকুল ইসলাম,রাজিবপুর উপজেলা সমন্বয়কারি মো: আলাউদ্দিন ও স্থানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। এ সময় জিও, এনজিও কর্মকর্তা ছাড়াও রাজিবপুরের বিটিপিএস এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত মা ও শিশু কেন্দ্র থেকে উপজেলার ৩টি ইউনিয়নের দরিদ্র ও হত দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবেন।

Spread the love