শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলে দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এমপি ইয়াসিন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদদাতা ঃ শারদীয় দুর্গা পুজা উপলক্ষে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী  সনাতন ধর্মালম্বীদের মাঝে ১৮ই অক্টোবর শাড়ী  কাপড়  লুঙ্গি বিতরণ করেন। স্বনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব স্বারদীয় দুর্গা পুজা উপলক্ষে সাড়ে ৩ হাজার শাড়ী কাপড় লুঙ্গী বিতরণ করেন। সকাল থেকেই  উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসহায় লোকজন এসে ভিড় জমাতে থাকেন। লোকের উপস্থিতি বরাদ্দকৃত কাপড়ের চেয়ে অনেক বেশি হওয়ায় অতিরিক্ত চাহিদা পরিমান কাপড় এনে বিতরণ করা হয় শান্ত পরিবেশে। কাপড় নিতে আসা লেহেম্বা ইউনিয়নের  ষাট বয়ঃষোর্ধ কল্পনা রাণী বলেন, প্রতি বছর ধর্মীয় উৎসবে এমপি বাবু আমাদের কাপড় দেন। কাপড় পেয়ে আমি খুব খুশি। আরো কথা হয় রাউৎনগরের মনি বালা, রাতোর’র বিনা রাণী সহ অনেকের সাথে তারা ধর্মীয় উৎসবগুলোতে এমপি সাহেবের কাছে কাপড় পেয়ে বেজায় খুশি। ঠাকুরগাও-৩ সাংসদ  ইয়াসিন আলী বলেন, আসলে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভাল লাগে। সনাতন ধর্মাবলম্বী মানুষের বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা উপলক্ষে তাদের মাঝে শাড়ী কাপড় দিয়ে উৎসবে অংশ গ্রহণ করলাম। আমি এসব গরীব অসহায় মানুষের সাথে সব সময় থেকে কাজ করতে চায়।

Spread the love