শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের বাজার

মোঃ বিপ্লব ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩দিন আগেই উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের প্রধান প্রশাসনিক পদের কর্মকর্তারা ছুটিতে বাড়িতে গেলেও জমে উঠেছে ঈদ আনন্দ ও কেনা কাটার ধুম পড়েছে বিপনীবিতান ও শপিংমল গুলোতে উপচে পরা ভীড় ক্রেতারা কিনছেন শাড়ী ,শার্ট -প্যান্ট, থ্রিপিজ, ও জাকাতের কাপড়, তবে পুরুষ ক্রেতার চেয়ে নারীর উপস্থিতি বেশির ভাগই লক্ষ্য করা যাচ্ছে বিপনি বিতানগুলোতে। অনেকেই কিনছেন ঈদের দিন খাওয়ার জন্য বাহারী রঙ্গের লাচ্ছা, খোলা সেমাই চিনি সহ নানা ধরনের মশলা। শহরের মূল সড়কে মানুষের ব্যাপক ভীড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকগুলোতে রয়েছে পুলিশি টহল।
ঈদের কেনাকাটা প্রসঙ্গে পুনম বস্ত্রালয়ের সত্বাধিকারী সত্যবসাক বলেন এবার কেনাকাটা ভালই চলছে আশা করি ঈদের বাকী দিন গুলোতে আরো ভালো হবে। আলম সু ষ্টোরের সত্বাধিকারী সাহ আলম বলেন- গত বছরের চেয়ে এবছর কেনা কাটার অবস্থা অনেক ভালো চলছে ,সাধারন ভাবে ক্রেতারা মনের আনন্দে তাদের পছন্দ মতো জুতা ক্রয় করছেন। তবে স্বর্ণের দোকানে কেনা কাটা কম বলে জানান লক্ষী জুয়েলাসের সত্বাধিকারী কিশোরী বসাক। তবে ঈদের আগেই উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমি আফরিদা কর্মস্থল ত্যাগ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প চেয়ারম্যানরা কিছুটা সমস্যার সম্মূখিন হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের চাল বিতরণে হয়েছে কিছুটা অনিয়ম।

Spread the love