শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সবজি চাষে কৃষকেরা লাভবান

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) সংবাদদাতা  ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে আগাম ফুলকপি চাষে বেশ সাফল্য পেয়েছে কৃষকেরা। ভাল দাম পেয়ে বেশ খুশি তারা। মুখে তাদের আনন্দের হাসির ঝলক। গুনছে নগদ অর্থ ।

আদর্শ উপজেলা রাণীশংকৈল শষ্য ভান্ডার। চলতি মৌসুমে আগাম জাতের ফুলকপি চাষ করে লাভের টাকা গুনতে পেরে কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্য বছরের তুলনায় চলতি বছর উপজেলার রাউৎনগর এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে আগাম জাতের ফুলকপির চাষ করা হয়েছে। বৈরী আবহাওয়া না থাকায় এবার কৃষি কর্মকর্তাগণের কারিগরি সহায়তায় ভাল ফলন হয়েছে । এলাকার চাহিদা পুরন করে দেশের বিভিন্ন জেলায় এখান থেকে কপি সরবরাহ করা হচ্ছে। রাউৎনগর পুলপাড় গ্রামের জাহাঙ্গীর আলমসহ কয়েকজন কৃষকের সাথে কথা হয়। চলতি মৌসুমে ফুলকপির ভাল ফলন হওয়ায় এবং বেশি দামে বিক্রী করতে পেরেছি এবং এবছর  বেশ লাভবান হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানায়, আমরা কৃষকদের সার্বক্ষণিক কারিগরি সহায়তা দিয়ে আসছি, যাতে করে তারা বেশি লাভবান হতে পারে । চলতি মৌসুমে কপির ফলন ও দাম ভাল থাকায় কৃষক বেশ লাভবান হয়েছে ।

Spread the love