শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে ৩ দিনব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি ॥ ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায়  উপজেলা চত্বরে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্ভোধন হয়েছে । ৩রা মার্চ রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ এর আয়োজনে মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি হয়েছে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ  অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত আসন (৩০১) সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা ,বিশেষ অতিথি অধ্যাপক সইদুল হক সভাপতি উপজেলা আ’লীগ, সম্পাদক তাজউদ্দীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,জাহাঙ্গীর আলম সরকার,বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,ফরিদা ইয়াসমিন,সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন কৃষি উপ কর্মকর্তা সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা অংশগ্রহন করেন। মেলায় কৃষিবীজ ও আধুনিক যন্ত্রপাতির উপর ১৫ স্টল বসানো হয়েছে।

Spread the love