শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে আবার রগ কাটল শিবির

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় রাতে শিবির কর্মীরা রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের এক কর্মচারীর রগ কেটে দিয়েছে বলে অভিযোগ
পাওয়া গেছে।
আহত সেলিম রেজা খান সেলুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। তার বাম হাতের রগ ও ডান হাতের দুটি আঙ্গুল কেটে দিয়েছে
হামলাকারীরা। এছাড়া মাথায় গুরুতর জখমও রয়েছে।
মতিহার থানার ওসি আব্দুল মজিদ জানান, বুধবার রাত ১১ টার দিকে
বিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুর বাজারের হানুফার মোড়ে নিজের বাসার কাছেই
সেলিম হামলার শিকার হন।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সদস্য কামরুজ্জামান চঞ্চল বলেন, “সেলিম
একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শিবিরের লোকজনই তার ওপর এ
হামলা চালিয়েছে।”
সেলিমের ঘনিষ্ঠ চঞ্চল বলেন, একদল যুবক ‘নারায়ে তাকবির’ শ্লোগান দিয়ে
সেলিমকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
দ্রুত রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রাত ১২টার পর সেলিমের দেহে
অস্ত্রোপচার করেন।
ওসি আরো বলেন, “সেলিমের ওপর হামলার জন্য পরিবার ও স্বজনরা স্থানীয়
জামায়াত-শিবিরকে দায়ী করেছে। মামলা হলেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে
ব্যবস্থা নেয়া হবে।”
অবশ্য অভিযোগ অস্বীকার করে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার
প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, “স্থানীয় কোন্দল থেকে সেলিমের ওপর
হামলা হতে পারে।”

Spread the love