শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক)ঃ
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের
সংঘর্ষে ২ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
আহতরা হলেন, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও সাংগাঠনিক
সম্পাদক কাওসার আহম্মেদ কৌশিক ।
বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবন সংলগ্ন নির্মলের চায়ের দোকানের পাশে
এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা আড়াইটার দিকে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি
আতিক, সাংগাঠনিক সম্পাদক কৌশিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত
সালাম এবং সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ কয়েকজন ছাত্রলীগ নেতা
বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবন সংলগ্ন নির্মলের চায়ের দোকানে বসে
ছিলেন।
এসময় সালামের সাথে আতিক ও কৌশিকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সালাম
চায়ের দোকানের পার্শ্বে পড়ে থাকা লাঠি দিয়ে আতিক ও কৌশিককে মারতে থাকে।
আতিক ও কৌশিকও সালামকে পাল্টা আঘাত করার চেষ্টা করলে ঘটনা স্থলে উপস্থিত
ছাত্রলীগের অপর নেতা-কর্মীরা বাধা দেন এবং পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনায় আতিক ও কৌশিকের মাথায়, হাতে ও পিঠে আঘাত লাগে। তবে গুরুতর আহত না
হওয়ায় তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়নি।
ঘটনার বিষয় নিয়ে রাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত
সালাম বার্তা সংস্থা বীরগঞ্জ প্রতিদিন-কে জানান, ‘আমাদের মধ্যে কিছু ভুল
বুঝাবুঝি হয়েছিল। সভাপতি মিজানুর রহমান এটা  মিমাংসা  করে দিয়েছেন।’
অপর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা
বলেন, দুই পক্ষের ভুল বুঝাবুঝি থেকে এধরনের ঘটনা ঘটেছে। পরে বিষয়টি
মীমাংসা করে দেওয়া হয়েছে।

Spread the love