শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে যাত্রা শুরু হলো মডেল ইউনাইটেড ন্যাশন্স এ্যাসোসিয়েশন’র

767সাব্বির হোসেন অনিক (রাবি প্রতিবেদক)ঃ
শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
(রাবি) প্রতিষ্ঠিত হলো মডেল ইউনাইটেড ন্যাশন্স এ্যাসোসিয়েশন (RUMUNA)
নামে ব্যতিক্রমী একটি সংগঠনের। কূটনৈতিক জ্ঞান চর্চার মাধ্যমে
শিক্ষার্থীদের বৈশ্বিক কূটনীতি সচেতন করে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে
তুলে ধরাই হবে এই সংগঠনের উদ্দেশ্য। আজ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের
মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত
বক্তব্য পেশ করেন সংগঠনের আহ্বায়ক আরসাদুর রহমান অর্ক। এসময় তিনি সংগঠনের
উদ্দেশ্য ও কার্যাবলী সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, সম্পূর্ণ
অরাজনৈতিক আমাদের এই সংগঠনের মূল কাজ হবে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষ
করে তোলা, যাতে করে তারা বৈশ্বিক ইস্যুগুলো উপলব্ধি করে নেতৃত্ব দানের
ক্ষমতা অর্জন করতে পারে। তিনি আরো বলেন, আমাদের সংগঠনের সদস্যরা
সাংস্কৃতিক মেলবন্ধন ও সমন্বয়ের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও কাজ করে
যাবে, এছাড়া দক্ষ সদস্যদের বিশ্বের বিভিন্ন মডেল ইউনাইটেড কনফারেন্স-এ
প্রেরণ করা হবে।

সংবাদ সম্মেলনে অর্ক আরো জানান, এ মাসের শেষের দিকে তারা ‘মডেল ইউনাইটেড’
ধারণা বিষয়ক একটি ওয়ার্কশপ করবেন; যেখানে কীভাবে চর্চা করতে হয়, চর্চার
প্রয়োজনীয়তা কী, সর্বোপরি বিশ্বব্যাপী এর গ্রহনযোগ্যতা নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক
সরিৎ কাইয়ুম তালুকদার, ইমাদ উদ্দিন চৌধুরী ও জামিমা ইয়াসমিন।

Spread the love