শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি : দায়িত্ব পেলেন বিপ্লব

Bclবিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তার স্থলে বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, বিভিন্ন সময়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জানান, তার স্থলে বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ’র শিক্ষার্থী। তার বাড়ী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায়।
উল্লেখ্য, চাঁদাবাজি, ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্রবাজি, দলীয়কর্মীকে হত্যা, শিবির নেতা রাসেলের পা কাটা, স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ডাকাতি, সাংবাদিককে হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা তুহিনের বিরুদ্ধে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চাঁদা না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তুহিন।

 

Spread the love