শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি সংলগ্ন বিনোদপুরে বাজারে শিবির-পুলিশ সংঘর্ষ : আহত ২৫

সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে শিবির ও পুলিশের ব্যাপক
সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে। এতে শিবিরের অন্তত ২৫
কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকস্মিকভাবে শিবিরের
প্রায় শতাধিক নেতাকর্মী বিনোদপুর বাজারে একটি মিছিল বের করে। মিছিলটি
বাজারের মিতা স্টুডিও’র সামনে এলে দলীয় কর্মীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক
অবরোধ করে। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে ১০-১২
টি ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ
এসে শিবির কর্মীদের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিবির
কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিবিরের
অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, শিবির
কর্মীরা সন্ধ্যার সময় বিনোদপুর বাজারে মিছিল বের করে ঢাকা-রাজশাহী মহাসড়ক
অবরোধ করলে আমরা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল
নিক্ষেপ করি। তারাও পাল্টা আমাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন বলেন, আমরা
শান্তিপুর্ণভাবে বিনোদপুর বাজারে মিছিল বের করলে পুলিশ আমাদের লক্ষ্য
বৃষ্টির মতো গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের প্রায়
২৫ জন কর্মী আহত হয়। ভবিষ্যতে এরকম কর্মকান্ড চালালে শিবির পাল্টা জবাব
দিবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Spread the love