শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮০তম আবির্ভাব উৎসব

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : মঙ্গল আরতি প্রার্থনা বেদ পাঠ, ভজন কীর্তন, মন্দির পরিক্রমা, ঠাকুরের বিশেষ পূজা, হোম, পুস্পাঞ্জলি ও ভোগ আরতির মধ্য দিয়ে গতকাল ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো আশ্রম চত্বরে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের আয়োজনে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮০তম আবির্ভাব উৎসব।

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দজী মহারাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ভক্তিপ্রদান্দজী মহারাজ। ধর্মীয় আলোচনা করেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নিমাই কর্মকার, ঠাকুরগাঁও জেলার বিশিষ্ট চিকিৎসক ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ, রামকৃষ্ণ আশ্রমের সহ-সভাপতি সত্য নারায়ন আগাওয়ালা। ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ আশ্রমের স্বামী শান্তি করাননন্দজী মহারাজ। দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং বিকাল ৩টায় শিশুদের বিচিত্রা অনুষ্ঠান সন্ধ্যায় আরাত্রিক ও ভক্তি গীতি পরিবেশন করেন শ্রী মতীন্দ্র নাথ তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-অর-রশিদ। বক্তারা বলেন সকল ধর্মের সমন্বয় ঘটিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানুষকে সম্প্রীতির বন্ধবে আবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি প্রথম সব ধর্মের সাধনা করে শেষ পর্যন্ত বলে গেছেন ‘‘যত পথ তত মত’’। ভক্তের কোন জাতি নেই, তিনি এই বাণী প্রচার করে গেছেন। শ্রী রামকৃষ্ণের পথ ধরে আমরা মানবতার ধর্ম প্রতিষ্ঠা করতে পারলে সমাজ থেকে দুর হবে অবক্ষয়।

Spread the love