শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১টি টাইম জোনে বিভক্ত বিশ্বের সবচেয়ে বড় এই দেশটিতে তিনদিন ধরে চলবে এ ভোটাভুটি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চুকুতখা এবং কামচাটকা এলাকায় শুরু হয়েছে ভোট দেয়া। এরপরই ভোট অনুষ্ঠিত হবে মস্কো এবং আশপাশের শহরগুলোতে।

এবারের নির্বাচনে ১৪টি দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগে বিরোধীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি পুতিন সমালোচক আলেক্সি নাভালনিকেও। পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৫০ আসনে প্রতিনিধি নির্বাচন করা হবে।

বিভিন্ন জরিপ বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়াই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

Spread the love