শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলমন্ত্রীর বিয়ে আজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের বিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। কনে কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রাম হনুফা আক্তার রিক্তা।

এদিকে জামাই হিসেবে মন্ত্রী বরকে বরণ করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কনেপক্ষ।

কনে রিক্তার ভাই আলাউদ্দিন মুন্সী ও নাসির উদ্দিন মুন্সী জানান, অতিথি আপ্যায়ন ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বর ও ভিআইপি অতিথিদের জন্য একটি, প্রতি ব্যাচে সাড়ে ৩শ’ অতিথির খাবারের জন্য একটি ও সর্বসাধারণের আপ্যায়নের জন্য একটি প্যান্ডেল করা হয়েছে। তবে আপ্যায়ন ও খাবারে কোনো বৈষম্য হবে না। ভিআইপি অতিথিসহ সবার খাবারই হবে স্পেশাল।

কনে রিক্তার খালাতো ভাই কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রেজা খোকন জানান, আল্লাহর রহমতে শুক্রবার দুপুরে ধর্মীয় রীতিনীতিতে উভয়ের শুভ পরিণয় সুসম্পন্ন হবে। মন্ত্রী-এমপি ও সচিবসহ ২ শতাধিক উচ্চপদস্থ রাষ্ট্রীয় অতিথিসহ সবমিলিয়ে ৫ শতাধিক বরযাত্রী শুক্রবার চান্দিনায় আসবেন।

উল্লেখ্য, ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের ২ নাম্বার এলডি হলে প্রীতিভোজ এবং আগামী ৬ ডিসেম্বর রেলমন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

Spread the love