শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোটারী ক্লাবের উদ্যোগে মেধাবী ছাত্রী রোজিনাকে উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃত্তি প্রদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১৪ মে বৃহস্পতিবার রোটারী ক্লাব অব দিনাজপুর এর উদ্যোগে নিম্নতলাস্থ রোটারী সেন্টারে দিনাজপুর সরকারি কলেজের অনার্সের ৩য় বর্ষের মেধাবী ছাত্রীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও সার্জন রোটাঃ আইএফএম ডাঃ শহীদুল ইসলাম খান এমপিএইচএফ বলেন, রোটারী ইউনির্ভার্সিটি স্টুডেন্ট স্টাইপিন্ড প্রোগ্রামের আওতায় রোটারী ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবার আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য দিনাজপুর সরকারি কলেজের মেধাবী ছাত্রী রোজিনাকে গত ৩ বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে প্রদান করবো। এ ধরনের শিক্ষাবৃত্তি ইতিপূর্বেও আমরা দিয়েছি। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী পিপি. রণজিৎ কুমার সিংহ। শিক্ষাবৃত্তির উপর আলোচনা করেন রোটাঃ পিপি. আব্দুস সালাম তুহিন, জোন এডভাইজার। উল্লেখ্য রোজিনা চিরিরবন্দর উপজেলা গোয়ালহাট গ্রামের দরিদ্র দিনমজুর পিতার মেধাবী কন্যা। মেধাবী ছাত্রী রোজিনা এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সাথে পাশ করলেও আর্থিক দৈনতার কারণে বিশ্ববিদ্যালয় পড়া অনিশ্চিত হয়ে দাড়ায়। তার পাশে রোজিনাকে উচ্চ শিক্ষায় শিক্ষা সহযোগিতায় রোটারী ক্লাব অব দিনাজপুর এগিয়ে আসে এবং গত ৩ বছর ধরে প্রতি মাসে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

Spread the love