শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোটারী ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের আর্ত-মানবতার কল্যানে সেবা প্রদানকারী আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব দিনাজপুরের উদ্যোগে গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা হয়।

২১ সেপ্টেম্বর শনিবার শহরের স্বনামধন্য চিকিৎসা কেন্দ্র দি ভিশন ক্লিনিকে রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটাঃ পিপি ডাঃ আই এফ শহিদুল ইসলাম খান দুজনের চোখের ছানী অপারেশন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেটারীয়ান এসিসটেন্ট গভর্নর আরিফুর রহমান। তিনি বলেন, আমরা দিনাজপুরের মানবতার কল্যানে অনেক কাজ করি। ফ্রি চক্ষু চিকিৎসা, চক্ষু ক্যাম্পসহ ছানী অপারেশন করে আসছে। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে উপকরণ প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডে রোটারী ক্লাবের যথেষ্ট অবদান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন রোটাঃ পিপি দিব্যেন্দু ভৌমিক, পিপি একেএম আব্দুস সালাম তুহিন, এমপিএইচএফ, রোটা আইপিপি আব্দুস সাত্তার, রোটাঃ একেএম নুরুন্নবী ও রোটা মঞ্জুরুল ইসলাম মঞ্জু। দিনাজপুর সদর উপজেলা করিমুল্লাপুর গ্রামের ছানী অপারেশনকারী রোগী আব্দুস সামাদ ও মোছাঃ মেহের জান বেগম বলেন, রোটারী ক্লাবের সহযোগিতা বিনামূল্যে আমাদের চোখের ছানী অপারেশন করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শহিদুল ইসলাম খান। আমরা বর্তমানে সুস্থ্য আছি।

Spread the love