শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লতিফ আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিস্কৃত

হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের কারণে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিস্কৃত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠকের সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া হুমকি-ধামকি দিচ্ছেন। তিনি সরকার উৎখাত করবেন। আমাদের উৎখাত করতে গিয়ে তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। সেটা কি তিনি দেখতে পাচ্ছেন না? তিনি বলেন, দেশের মানুষ ভালো থাকুক উনি তা চান না। কেউ দেশের মানুষের ক্ষতি করলে তার সমুচিত জবাব দেয়া হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা অতীতে আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, মানুষ খুন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। ভবিষ্যতে যাতে তারা আর নৈরাজ্য করতে না পারে। কেউ নৈরাজ্য করলে তাদের সরকার ছেড়ে দিবে না। কেউ জনগণের ক্ষতি করতে চাইলে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। আমরা জনগণের পাশে আছি।

Spread the love