শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লাইট এন্ড সাউন্ড শো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Pmশুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় আলো ও শব্দ দিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র লাইট এন্ড সাউন্ড শো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার থেকে তথ্যচিত্রটি জনসাধারণের উপভোগ করার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। লাইট এন্ড সাউন্ড শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যার পর। ৩০ মিনিটের এই তথ্যচিত্রটি প্রতি এক ঘন্টা পর পর হবে। একদিনে শো হবে ৩টি। এজন্য প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। সার্কভুক্ত দেশের জন্য ১শ টাকা এবং অন্য দেশগুলোর জন্য ২শ টাকা। ৫ জন দর্শক একই সাথে তথ্যচিত্রটি উপভোগ করতে পারবেন।
লাইন্ড অ্যান্ড সাউন্ড শোর ধারা বর্ণনার পাণ্ডুলিপি তৈরি করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ধারা বর্ণনায় কণ্ঠ দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিল্প শিমুল ইউসুফ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদফতর পরিচালিত লালবাগ কেল্লার সংস্কার-সংরক্ষণ ও লাইন্ড অ্যান্ড সাউন্ড শো চালুকরণ এবং মহাস্থানগড় ও তদসংলগ্ন প্রাচীন কীর্তির সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ঐতিহাসিক মোগল স্থাপনা লালবাগ কেল্লার লাইন্ড এন্ড সাউন্ড শো কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Spread the love