শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লাইসেন্স বিহীন রিক্সা আর অটোচার্জারের দখলে দিনাজপুরের রাজপথ

মোঃ বেলাল হোসেন, দিনাজপুর : দিনাজপুর শহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। লাইসেন্স বিহীন রিক্সা আর লাইসেন্সহীন অসংখ্য অটোচার্জারের কারণে চিড়ে চ্যাপ্টা হয়ে পরছে পথচারীরা। সকাল থেকে রাত পর্যন্ত অসহনীয় হচ্ছে ফলে পথচারীদের পোহাতে হচ্ছে সীমাহীণ দূর্ভোগ।

দিনাজপুর শহরে অটোচার্জার রিক্সার সংখ্যা কত? এ হিসাব দিনাজপুর পৌর কর্তৃপক্ষের কাছে নেই। আরও নেই লাইসেন্স বিহীন রিক্সা। বালুয়াডাঙ্গা, রামনগর চামড়াপট্টি, সুইহারী, পুলহাটসহ শহরের আনাচে-কানাচে গড়ে উঠেছে অটোচার্জার রিক্সার অবৈধ তৈরী ওয়ার্কসোপ ও কারখানা। খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায় চার্জার তৈরী করার খুচরা যন্ত্রাংশ ফলে প্রতিদিন যানজটের যুক্ত কমপক্ষে ২০/২৫ অটোচার্জার রিক্সা। দিনাজপুরের রাস্তাগুলো সংকীর্ণ ও অপ্রশস্থ। দেড়’শ বছরের পুরাতন দিনাজপুর পৌরসভার রাস্তাগুলো এক ইঞ্চিও প্রশস্থ হয়নি। শুধুমাত্র কাঁচারাস্তা রূপান্তরিত হয়েছে পিচ ঢালা পথে। এখন রাস্তা ফুটপাতগুলো ব্যবসায়ীদের দখলে। শহরে মালদাহপট্টি, সাধনার মোড়, চারুবাবু মোড়, মডার্ন মোড়, হাসপাতাল মোড়, লিলি মোড়, চৌরঙ্গীমোড়সহ বিভিন্ন মোড়ে বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় অসহনীয় যানজট। এসময় মহিলা, শিশু, বয়বৃদ্ধ মানুষসহ ছাত্র-ছাত্রীদের রাস্তায় চলাচল করতে চরম বিপাকে পরতে হয়। সকাল ৯টা থেকে ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাস্তা চলে ট্রাফিকের নিয়ন্ত্রনের বাইরে। এ যানজটের করণে শহরে দিন দিন সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে অটোচার্জার রিক্সা চালকদের কোন প্রশিক্ষণ নেই। ট্রাফিক আইন সম্বন্ধে তাদের কোন ধারণা নেই । উপরন্তু তাদের কোন লাইসেন্স নেই। সন্ধার পর অটোচার্জারগুলোতে কোন বাতি থাকে না। ফলে তাদের বাতিহীন ভাবে অন্ধকারে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ নিবে জেলা প্রশাসন এমনটিই প্রত্যাশা করে দিনাজপুর শহরবাসী।

Spread the love