বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ স্কুলছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও মহেন্দ্রনগর ইউনিয়নে গত রবিবার রাতে ২টি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ইউএনও জয়শ্রী রাণী রায়। 

এ সময় বাল্যবিয়ের প্রস্তুতি নেয়ার অপরাধে ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে সদর ইউএনও জয়শ্রী রাণী রায়ের ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ে করতে আসার অপরাধে ওই উপজেলার কুলাঘাট ইউনিয়নের বর রুহুল আমিনকে ১৫ দিন ও বরের দাদা আব্দুল আজিজকে ৬ মাসের কারাদন্ড দেয় সদর উপজেলা জয়শ্রী রাণী রায়ের ভ্রাম্যমাণ আদালত।

অপর দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণের দায়ে ছাত্রীর মামা নুর ইসলাম, বর মঞ্জু, বরের বাবা আব্দুস ছালাম ও বরের মামাত ভাই ইমন হোসেনকে ৬ মাসের কারাদন্ড দেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাদন্ড প্রাপ্তদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love