শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক মহাজোটের র‌্যালি ও মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের ১০ দফা দাবি আদায়ে র‌্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বুধবার দুপর ১২টার দিকে স্মৃতি সৌধ্য প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক জোটের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক গোলাম ফারুক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তরা রাখেন, প্রাথমিক শিক্ষক জোট জেলা শাখার যুগ্ম আহবায়ক রিয়াজ শহীদ সরকার, আলহাজ¦ জামালউদ্দিন, অঞ্জনা রানী ঘোষ, আ.স.ম ইলিয়াস হোসেন সানু, জমসের আলী, আবু তালেব, ইউনুস আলী, মজিবর রহমান ও নায়েব আলী বক্তব্য রাখেন । মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরীকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারন, পদোন্নতি, সিলেকশন গ্রেড, প্রযোজ্য টাইমস্কেল ও উন্নত বেতনস্কেল প্রদানসহ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবী পূরন করতে হবে। প্রাথমিক শিক্ষক মহাজোটের ১০ দফা দাবী আদায় কর্মসুচিতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪শত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহন করেন।

Spread the love