শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি : “শিশু নির্যাতন বন্ধকরি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটে শিশু ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুলাই) ন্যাশনাল চিলড্রেন‘স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে মিশন মোড় গোল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস. এম শফিকুল ইসলাম কানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান, এনসিটিএফ লালমনিরহাট সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, কলেজ ছাত্রী মার্জিয়া আক্তার, স্কুল ছাত্রী আরিফিন সুলতানা জীম প্রমূখ।
এতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রী, এনসিটিএফ সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।
এানববন্ধন শেষে দুপুরে এনসিটিএফ এর সদস্য বৃন্দ ও ছাত্রীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি লিখিত স্বারক লিপি প্রদান করেন।

Spread the love