বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে হানাদারমুক্ত দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে হানাদারমুক্ত দিবস পালন করেছেন জেলাবাসী।

শুক্রবার বেলা ১১টার দিকে সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন আহমেদ প্রমুখ। আলোচনাসভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়।

Spread the love