বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৬৫ বস্তা ভিজিএফের চাল উদ্ধার : ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলায় ভিজিএফ কর্মসূচির ৬৫ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই চাল রাখার অপরাধে রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।  গতকাল মঙ্গলবার রাতে শহরের ডাইলপট্টি এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির। সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি এলাকার আকবর আলীর ছেলে। তিনি রোজি রাইস মিলের মালিক। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ডাইলপট্টি এলাকার রোজি রাইস মিলের গোডাউনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির।  এ সময় ওই গোডাউনের ৬৫ বস্তা ভিজিএফের সরকারি চাল জব্দ করেন। সরকারি চাল গোডাউনে রাখার দায়ে রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।  সাজাপ্রাপ্ত ব্যবসায়ী ইকবাল হোসেনকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Spread the love