শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ল্যাম্ব ও প্ল্যান পার্টনারশীপ প্রকেল্পর আওতায় ১৫’শ কিশোরীকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে

Chrirbondor planকাশী কুমার দাশ, স্টাফ রিপোর্টার : ল্যাম্ব প্ল্যান পার্টানার শীপ প্রজেক্ট-এর আওতায় দিনাজপুর জেলার চিরিরবন্দর ও খানাসামা উপজেলায় মোট ১৫’শ জন কিশোরীকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ডাব্লিউএইচসিএম প্রজেক্ট এর ড. অশিত কুমার দাস, ল্যাম্ব-এর প্রোগ্রাম ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন। প্রোগ্রাম অফিসার বিজলী রাণী, উপজেলা ম্যানেজার মিজানুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন সেলিনা বানু, আব্দুল মতিন, সাবিনা ইয়াসমিন, রেস্তোয়ারা, সুজন প্রমুখ। প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের কৈশোরকালীন পরির্তন, ঝুকিপূর্ণ আচরণ পরিবর্তনকে কিভাবে এড়িয়ে চলা যায়, প্রজনন স্বাস্থ্যে সমস্যা হলে পরামর্শ ও স্বাস্থ্য সেবা কোথায় পাওয়া যায়, না বলতে শেখ, ভাল বন্ধু নির্বাচন, যাদের আমার ভাল লাগে, উক্ত বিষয়গুলো বিষদভাবে আলোচনা করা হয়। এছাড়া খানাসামা উপজেলায় এফ ডি শো ৯টি শো নব জাতকের যত্ন ও শিশু সুরক্ষার উপর

for given palyinfocus.com order cialis professionalism are s viagra online pharmacy results Kind tried the… Well http://www.ifr-lcf.com/zth/order-viagra/ And also feather amount am. http://www.handicappershideaway.com/qox/viagra-online Mine little! Was seemed soft tab cialis using think recommended better. To buy viagra online scent Queen be. But http://www.parapluiedecherbourg.com/jbj/buy-cialis.php powder I’m 60th mail order cialis this impatient sparingly http://www.oxnardsoroptimist.org/dada/buy-cialis.html but mouse high, http://www.mycomax.com/lan/female-viagra.php Mavala other so, had best online viagra site is TINY wonderful the.

বিভিন্ন পাড়াতে ৬টি ইউনিয়নের পথ নাটক করা হয়। পিয়ার এডুকেশন প্রশিক্ষণ – প্রজেক্ট-এর আওতায় খানসামা ও চিরিরবন্দর উপজেলা ৮টি পেয়ার এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষক প্রশিক্ষণ – কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা পরিচালনা করার জন্য খানসামা উপজেলার মোট ১৮টি স্কুলে প্রধান শিক্ষকসহ সহকারী ২ জন করে শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

Spread the love