বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ল্যাম্ব দিনাজপুর জেলায় ২টি ইউনিয়নে সাড়ে ৪ হাজার কিশোর-কিশোরীকে জীবন দক্ষতা প্রশিক্ষণ দিয়েছে

দিনাজপুর প্রতিনিধি : ল্যাম্ব-প্যান পার্টনারশীপ ডাবি­উএইচসিএম প্রজেক্টের আওতায় দিনাজপুর জেলায় ২টি ইউনিয়নে কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা এবং পিআর এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে।

গত ৩ মাসে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে এবং চিরিরবন্দর উপজেলায ৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে সাড়ে ৪ হাজার কিশোর-কিশোরীদের  এবং ৭শত জনকে পিআর এডুকেশনের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাম্ব-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহাতাব লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডাবি­উএইচসিএম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ অসীত কুমার দাস, উপজেলা ম্যানেজার মিজানুর রহমান এবং প্রোগ্রাম অফিসার বিজলী রাণী রায়। গত ৩ মাসে যারা পর্যায়ক্রমে ২টি ইউনিয়নে প্রশিক্ষণ দিয়েছেন তারা হলেন প্রশিক্ষক সেলিনা বানু, আব্দুল মতিন, সুজন কুমার দাস, সাবিনা ইয়াসমিন, রেস্তো আরা পারভীন, সিন্ধু মন্ডল, খায়রুল ইসলাম, আব্দুল রৌফ, বকুল রাণী, কাজল ও মুসলিমা বেগম। উলে­খ্য প্রশিক্ষণ কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য উন্নয়ন, ঝুকি মোকাবেলা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করে ল্যাম্ব-প্ল্যান পার্টনারশীপ ডাব্লিউএইচসিএম প্রজেক্ট-এর আওতায়।

Spread the love