শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শফিউল আলম প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দিনাজপুর জেলা জাগপা’র আলোচনা সভা দোয়া খায়ের ও ইফতার অনুষ্ঠিত

এম আর মিজান॥ ২৪ মে শুক্রবার বাহাদুর বাজারস্থ জাগপা কার্যালয়ে শফিউল আলম প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা দোয়া খায়ের ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি ও দিনাজপুর জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্নার সভাপতিত্বে প্রধান আলোচক দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক অধ্যাপক মুহম্মদ মহসিন বলেন, শফিউল আলম প্রধান মাটি ও মানুষের নেতা ছিলেন। শফিউল আলম প্রধান কে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো তার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজিনা ইসলাম বলেন, আজ এই ক্রান্তিকালে শফিউল আলম প্রধানের মতো নেতার খুব প্রয়োজন ছিল। এই শূন্যতা পুরন হবার নয়। তিনি অন্যরকম মানুষ ও নেতা ছিলেন। জেলা জামাতের সেক্রেটারি তৈয়ব আলী বলেন, শফিউল আলম প্রধান আজীবন হক্ব ও ইনসাফের পথে ছিলেন। তিনি চাইলে আদর্শচ্যুত হয়ে যে কোন সরকারের সময় ক্ষমতার অংশীদার হতে পারতেন। তার মতো নেতা আজ বিরল। সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্না তার বক্তব্যে বলেন, শফিউল আলম প্রধান আজীবন ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। অন্যায়ের কাছে কখনও মাথা নত করেনি। বিভিন্ন সরকারের সময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বহুবার কারাবরণ করেছেন। শফিউল আলম প্রধান শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে গেছেন। জনাব মুন্না ২০দলের প্রতি আহবান রেখেছেন, আজ জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলনের বিকল্প নাই, আমাদের ঐক্যবন্ধ ভাবে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জ্বল, ন্যাপ এর সভাপতি মঞ্জুর আলম, জাগপা জেলা সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা চৌধুরী, খলিলুর রহমান, যুব জাগপা’র সেক্রেটারি আবিদ হোসেন চুন্নু, মাজেদুর রহমান মাজেদ, মেহেদী হাসান, রাজু, রাজ্জাক হাজারী, সহাগ, জাগপা ছাত্রলীগের আল আমীন, জাকির হোসেন, মোমিন সহ বিভিন্নস্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম জননেতা শফিউল আলম প্রধানের আত্মার মাগফিরাত জন্য দোয়া খায়ের ও ইফতার অনুষ্ঠিত হয়।



Spread the love