শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শব্দ দূষণের শহর বীরগঞ্জ নেই কোন প্রতিকার

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ ॥ শব্দ দূষণের শহর বীরগঞ্জ । নেই কোন প্রতিকার। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিদিন শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার কাজে চলে উচ্চ শব্দের মাইক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাসহ শিক্ষা সংক্রান্ত নানা প্রচার, বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচার,বেসরকারি হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার প্রচার, গোস্ত বিক্রেয়ের, ধর্মসভা, মৃত্যু খবরসহ নানা প্রচারের জন্য ব্যবহার করা হয়ে থাকে মাইক। আর এই প্রচারের জন্য রিক্স, ভ্যান ও অটোরিকশার সামনে ও পিছনে মাইকের দুটি হর্ণ বেঁধে চলে প্রচার কাজ। নিয়ম নিতির তোয়াক্কা না করে মাইকের এই প্রচার চলে মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে। আর মাত্রাতিরিক্ত মাইকের এই উচ্চ শব্দে বীরগঞ্জবাসী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে লেখাপড়ায় ব্যাংক, বিমার হিসাব নিকাশ ও নানা কাজে দাঁরুণভাবে বিঘ্ন ঘটছে। এছাড়া রোগীদের রোগের যন্ত্রণার সঙ্গে যোগ হচ্ছে শব্দদূষণ যন্ত্রণা। বীরগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের উভয় পাশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধূমকেতু স্কুল, কিন্ডারগার্টেন এবং বীরগঞ্জ সরকারী কলেজ। রয়েছে ব্যাংক -বিমা। আছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রয়েছে আবাসিক হোটেল, আবাসিক এলাকা। শিশুরাও এর যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না।কখনো কখনো স্বাভাবিক শব্দের মাত্রা ৪৫ ডেসিমাল হলেও ৭০ থেকে ৮০ অথবা ৯০,অনেক সময় ১০০ ডেসিমেল শব্দের মুখোমুখি হতে হয় এই শহরের মানুষদের। এমন উচ্চ শব্দের কারণে শ্রবণশক্তি কমে যাওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ মানসিক সমস্যার সৃষ্টি করে। শিশুদের মেধাবিকাশ বাধাগ্রস্ত হয়। উচ্চ শব্দে শহরের জনস্বাস্থ্য মারাত্মক হুমকীর সম্মুখীন হচ্ছে। বীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ৮ শ্রেণির ছাত্র বলে,ক্লাশ চলাকালে মাইকের উচ্চ শব্দের স্যারের দেওয়া লেকচার কিছুই শোনা যায় না। লেখাপড়ার মনোযোগ নষ্ট হয়। বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকতেন ছাত্রীরা জানায়, তাদের ক্লাশরুম রাস্তা সংলগ্ন। তাই দফায় দফায় উচ্চ শব্দে মাইক প্রচার শব্দ এসে কানে লাগে। এতে লেখাপড়া বিঘ্ন ঘটে। বীরগঞ্জ সরকারি কলেজের,সহকারী অধ্যাপক আবু সামা মিয়া, প্রভাষক আল মামুন, প্রভাষক নজরুল ইসলাম খান বুলু বলেন, ক্লাশ চলাকালীন সময় একেরপর এক উচ্চ শব্দ মাইক বিভিন্ন প্রচারের কারণে লেখাপড়া দাঁরুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পড়া নেওয়া ও দেয়ার সময় মাইকের শব্দে কিছু শোনা যায় না। তখন ক্লাসের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। পথচারী মো.খাদিমুল ইসলাম জানান, মাইকের উচ্চ শব্দের কারণে মোবাইলের কথা শোনা যায় না। বীরগঞ্জ থানা মার্কেটের মোবাইলের দোকানদার রিফাত বলে, মাইকের উচ্চ শব্দে কান একেবারে ঝালাপালা হয়ে যায়। ইউসুফ বেকারির মালিকের ছেলে হাসান মাহমুদ বলে, মাইকের উচ্চ শব্দে কারণে দোকানে পণ্য বেচাকেনা করতে সমস্যায় পরতে হয়। বীরগঞ্জ ডে -লাট স্কুলের শিক্ষার্থী মো. সোহাগ বলে,উচ্চ শব্দ দূষণের কারণে লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হচ্চি আমরা। বীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম বলন, উচ্চ মাইকের শব্দের কারণে ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের লেখাপড়া শিক্ষাতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বীরগঞ্জ শাখার ব্যবাস্থাপক অসিত কুমার সরকার বলেন, উচ্চ মাত্রাতিরক্ত মাইকের শব্দের কারণে ব্যাংকের নেল-দেন হিসাব-নিকাশ করতে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। বীরগঞ্জ চৌধুরী ফার্মেসীর মো. নুরে আলম (বাবু) বলেন, দীর্ঘ দিনের সমস্যা মাইকের উচ্চ শব্দ পাশাপাশি গাড়ীর হাইড্রলিক হর্ণ, বেচাকেনায় সমস্যা হয়। পথচারী ওলিউলা বলেন, মাইকের শব্দ দূষণের কারণে কর্মক্ষম লোকেরা তাদের কাজে অমনোযোগী হয়ে যায়। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. জাহাঙ্গীর কবির জানান, শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য হুমকী স্বরূপ। শব্দ দূষণের কারণে শ্রবনশক্তি কমে যায়, উচ্চরক্তচাপ, হৃদরোগ ও মানসিক রোগ হয়। গর্ভবতী মায়ের শিশুর পরিপূর্ণ মেধাবিকাশ বাধাগ্রস্ত হয়। জানা গেছে, এই শব্দ দূষণ সৃষ্টির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেলের আইন রয়েছে। আবার দ্বিতীয়বার একই অপরাধেরর কারণে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের জেলের আইন রয়েছে। এই শহরে শব্দ দূষণ দেখার যেন কেউ নেই। বীরগঞ্জে কোনোদিন এ বিষয়ে আইন প্রয়োগ করা হয়নি। আইন প্রয়োগ না করায় প্রতিনিয়ত উচ্চস্বরে মাইকের মাধ্যমে প্রচার- প্রচারোণা চলছেই।

Spread the love