শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে সাহারা প্রধান সুব্রতর জামিন

subrata-roy ইন্টারন্যাশনাল ডেস্ক: বিনিয়োগকারীদের টাকা ‘মেরে দেয়ার’ অভিযোগে টানা ২২ দিন তিহার কারাগারে কাটানোর পর সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়কে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।  এ জন্য তাকে প্রথমেই ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডে ১০ হাজার কোটি রুপি জমা দিতে হবে। এর আগে মঙ্গলবার সাহারা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন কোটি ক্ষুদ্র বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে দিতে ২০১৫ সালের ১৫ মাচের্র মধ্যে তারা পাঁচটি কিসিত্মতে ২০ হাজার কোটি রুপি জমা দিতে প্রস্ত্তত আছেন।

সুব্রত ও সাহারার দুই পরিচালকের জামিন শুনানিতে সাহারার আইনজীবীরা বলেন, জামিন পেলে তারা পালিয়ে যাবেন না।

গত ৪ মার্চ বিনিয়োগকারীদের পাওনা ফেরত দেয়ার বিষয়ে সমেত্মাষজনক উত্তর না পাওয়ায় সুব্রত রায়কে তিহার জেলে পাঠায় আদালত। ওইদিন আদালতে ঢোকার মুখেই অর্থ-বাণিজ্যের সাময়িকি ব্লিউমবাগের্র তথ্য অনুযায়ী ভারতের পঞ্চম শীর্ষ ধনী সুব্রতকে ‘গরিবের চোর’ আখ্যায়িত করে মুখে কালি ছিটিয়ে দেন এক ব্যক্তি। সুপ্রিম কোটের্র গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে একদিন লাপাত্তা থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি ভারতের অন্যতম শীর্ষ ধনী সুব্রতকে গ্রেপ্তার করে লখনৌ পুলিশ। নিয়ম ভেঙে প্রায় ৩০ লাখ বিনিয়োগকারীর কাছ থেকে বন্ড স্কিমে নেয়া প্রায় ২৪ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১২ সালে সাহারা গ্রুপের বিরুদ্ধে মামলা করে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। ১৯৭৮ সালে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ প্রতিষ্ঠা করেন সুব্রত রায় সাহারা। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা। আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউঁচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র, টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে। টাইম ম্যাগাজিনের বিচারে, ভারতীয় রেলওয়ের পর জনশক্তির দিক দিয়ে সাহারা গ্রুপ দেশটির দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান। বাঙালি বংশোদ্ভূত সুব্রতর শিল্পগ্রুপ সাহারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর।

Spread the love