শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শহরতলিতে মারপিট ও ব্যাপক ভাংচুরের ঘটনায় পুলিশ সুপারের নিকট অভিযোগ

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরতলিতে পারিবারিক সম্পত্তি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা বাড়ীর সামনে খোলানে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সুপার বরাবর দেয়া অভিযোগপত্র সূত্রে যানা যায় দিনাজপুর সদর উপজেলার কিসমত মাধবপুর (সরদারপাড়া) এলাকার বাসিন্দা মোঃ মোবারক আলী পৈত্রিক সূত্রে সম্পত্তি পেয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। উক্ত সম্পত্তির খালের একটি অংশ ভরাট করতে গেলে প্রতিবেশী গোলাম মোস্তফা, তোফাজ্জল হোসেন, ফয়জার আলী, মোশাররফ হোসেন, মৌসুমী, ফারজানা, রুকসানা, দলবদ্ধ হয়ে বাধা দেয় এবং অকত্থ ভাষায় গালাগালি করে। এসময় তারা খোলানে ঘেরা, বাড়িঘর, পাওয়ার টিলার, মেশিনপত্র, ভ্যান ভাংচুর করে। তারা গাছপালা উপরে ফেলে মালামাল লুট করে নিয়ে যায় এবং আসামীরা বলে, এ ব্যাপারে বারাবারি করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে রাত আনুমানিক সারে ৮ টার দিকে কোতয়ালী থানায় মটরসাইকেল যোগে যাওয়ার সময় মডার্ণ মোড়ে উক্ত আসামীরা মটরসাইকেল পথরোধ করে এবং মোবারক আলীকে তারা টেনে হেচড়ে নামিয়ে কিল ঘুশি মারে এবং তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মটরসাইকেলে বসে থাকা তার পুত্র মাহফুজ আলম সুমন ও সাংবাদিক সন্তষ গুপ্ত বাঁচাতে এলে তাদেরকেও আসামীরা লাঞ্ছিত করে এবং হুমকি প্রদান করে। স্থানীয় পথচারীরা তাদের বাঁচাতে এলে আসামীরা পালিয়ে যায়। এব্যাপারে মোঃ মোবারক আলী পুলিশ সুপার বরাবর ন্যায় বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

Spread the love