শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাশুড়ী ও স্বামী কর্তৃক নির্যাতিতা লিজা পারভীন সন্তান নিয়ে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ এক সন্তানের জননী লিজা পারভীন শাশুড়ী ও স্বামী কর্তৃক নির্যাতিত এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন সুবিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় লিজা পারভীনের দেয়া অভিযোগ সূত্রে জানা যায় দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মোঃ আব্দুল হাকিমের কন্যা লিজা পারভীনের বিয়ে হয় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের চকদেওতৈড় গ্রামের মোঃ শহিদুলের পুত্র মোঃ মাসুদের সাথে। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী মোঃ মাসুদ ও শাশুড়ী মাতোয়ারা বেগম বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এর মধ্যেও লিজা পারভীন একটি পুত্র সন্তান জন্ম দেয়। ভেবেছিল সন্তানের মুখ দেখে তার স্বামী তার উপর নির্যাতন বন্ধ করে দেবে। কিন্তু বিধিবাম। ১৫ মাসের শিশু সন্তানকে নিয়ে সংসার থেকে অসহায়ের মত বের হতে হয় লিজা পারভীনকে। স্বামী ও শাশুড়ীর নির্যাতনের বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে লিজা পারভীন। গত ২১/৭/২০১৮ইং তারিখে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দিনাজপুর জেলার সভাপতি, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় এর নিকট লিখিত অভিযোগ দেয় স্বামী ও শাশুড়ীর বিচার চেয়ে। যাদব চন্দ্র রায় এব্যাপারে শালিস বিচারের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শালিসের মাধ্যমে লিজাপারভীন বিচার না পেলে অভিযোগটি বিনামূল্যে আইন সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্টের মাধ্যমে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Spread the love