বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জেলা বাশিসের অভিনন্দন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১২ নভেম্বর সোমবার বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা (বড়বন্দর) আয়োজিত কার্যালয় হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বাশিস দিনাজপুর জেলা কমিটির যুগ্ম সচিব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বাশিস জেলা কমিটির সচিব মোঃ নেজামুল ইসলাম বলেন, গত ৮ নভেম্বর এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের ঘোষনা দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বস্তরের শিক্ষকদের পর্যায়ক্রমে জাতীয়করণ করার স্বপ্ন দেখেছিলেন ও পরিকল্পনাও গ্রহণ করেছিলেন এবং তারই ধারাবাতিকায় ১৯৭৩ সালে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্তরকে জাতীয়করণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রায় ২৬ হাজার প্রাথমিক স্কুলকে জাতীয়করণ, বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় স্কেল প্রদানসহ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছেন। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বে-সরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করবেন বলে আমরা আশাবাদি। সভায় আরো বক্তব্য রাখেন সদস্য মকসেদ আলী, আলহাজ্ব মকবুল হোসেন, লিয়াকত আলী, বিনয় কুমার, আশরাফুল হক, আনারুল হক, সদর উপজেলা শাখার সচিব মোঃ আব্দুল আজিজ, বীরগঞ্জ শাখার মিজানুর রহমান, বিপুল চন্দ্র, সদস্য সালমা বেগম, নাসিমা খাতুন, লতিকা রায়, কৃষ্ণ কুমার সরকার, শ্যামল কুমার রায়, বরেন্দ্রনাথ রায় ও মোসলেম উদ্দিন।

Spread the love