শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক সংকটসহ নানা কারণে সেশনজটে হতাশায় হাবিপ্রবি’র শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি ॥ শিক্ষক সংকটসহ নানা কারণে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদে সেশন জটের কবলে পড়েছে। এতে হতাশা আর অনিশ্চয়তায় শিক্ষার্থীরা।

বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা জানায়-সোস্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস, এগ্রিকালচার, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অনুষদে এ সেশনজট বেশী। সেশনজট গড়ে ৩ থেকে ১০মাস পর্যন্ত একেকটি অনুষদ বা বিভাগে রয়েছে। এটা দিন দিন বাড়ছে।

ওইসব অনুষদের বিভিন্ন  বিভাগে শিক্ষক সংকট, অনেক শিক্ষক স্টাডি করতে বিদেশ যাত্রা,  শিক্ষকদের বিভিন্ন বিভাগে ক্লাস নেওয়া, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা না নেওয়া এবং পরীক্ষার খাতা নির্ধারিত সময়ে মূল্যায়ন না করাসহ শিক্ষকদের বিভিন্ন ধরনের প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও প্রজেক্ট নিয়ে ব্যস্ততাকেই সেশনজটের জন্য দায়ী করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ফলে চার বছরের সম্মান কোর্স শেষ করতে লাগছে ৫বছরের বেশি।

সেশনজট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে যেন একটা দেয়ালের মতো। প্রতি এক মাসের জট মানেই স্বপ্ন পূরণে একটা ধাপ পিছিয়ে থাকা। সেশনজট মানে হতাশা এবং অপার সম্ভবনাকে যেন জোর করে মুষ্টিবদ্ধ করে রাখা। এমনটাই হতাশা ব্যক্ত করলেন হাবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল মান্নান, বিজ্ঞান অনুষদের নুর ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী।

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খন্দকার মো নূরনবী জানান,

শিক্ষক সংকট। ল্যাবে ভালো মানের যন্ত্রপাতি নাই। ক্লাস রুম সংকট। এসব সংকটের কারণে সেশন জট। শিক্ষার গুণগত মান বিঘিœত হচ্ছে। এতে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতেও পারছে না।

শফিকুল ইসলাম স্বজলসহ শিক্ষার্থীরা জানায়, অন্যান্য অনুষদের চেয়ে সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। ইংরেজি বিভাগের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ব্যাচ, অর্থনীতি বিভাগের ১ম, ২য়, ৩য় এবং সমাজবিজ্ঞান বিভাগের ১ম, ২য় ব্যাচসহ কম-বেশী সবকটি ব্যাচের সেশনজট রয়েছে। ইংরেজি বিভাগ রয়েছে সবার শীর্ষে। সেশনজটের কারণে হতাশায় ভুগছে শিক্ষার্থীরা।

সোশ্যাল সাইন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. এ.টি.এম. রেজাউল হক শিক্ষক সংকটের কথা স্বীকার করে জানান, কিছুদিন আগে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জটিলতার কারণে সেশনজট তৈরি হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষক বিদেশে স্টাডি করতে গেলে এ সমস্যারও সৃষ্টি হয়। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জানানো হয়েছে। শিঘ্রই শিক্ষক নিয়োগ দিবেন। শিক্ষক নিয়োগ হলে আর শিক্ষার্থীদের সহযোগিতা পেলে এই সেশনজট কাটিয়ে উঠা সম্ভব হবে।

হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম জানান, প্রয়োজনের তুলনায় কয়েকটি অনুষদে শিক্ষকের ঘাটতি রয়েছে। অনুষদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে শিক্ষক নিয়োগের ব্যাপারে আলোচনা হয়েছে।

Spread the love