শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে-শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দুটি কলেজের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো কারণে ধস্তাধস্তি, মারামারি হয়। এরমধ্যে একে অন্যকে এইভাবে ছুরিকাঘাত করবে এটা কখনো কারও কাম্য নয়। এগুলো প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে।

শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ঢাকা কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে এসে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে বলব, উভয় ক্যাম্পাস যেন শান্ত থাকে। আমরা যেন আর এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সহিংসতা না দেখি।

স্বায়ত্তশাসন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভাবা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে সমস্যাটা কি? এখানে আমরা তো তাদের শাসনক্ষমতা কেড়ে নিচ্ছি না!

শিক্ষামন্ত্রী বলেন, সব ছাত্র-ছাত্রী যেন বৈষম্যহীনভাবে পরীক্ষা দিতে পারে এবং প্রত্যেকে যেন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে সুযোগ পায়- এই অধিকারটুকু দেয়ার দায়িত্ব কি তাদের নেই? সেখানে যদি স্বায়ত্তশাসন বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে শাসন নিয়ে তাদের ভাবা উচিত।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে চায়, তাদের প্রতি বছর চরম ভোগান্তি হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। এখনকার পদ্ধতিতে যার সামর্থ্য আছে সে সুযোগ পায় আর যার সামর্থ্য নেই সে পিছিয়ে পড়ে। এই বৈষম্য তাদের নিজস্ব উদ্যোগে হওয়ার কথা ছিল। কিন্তু তারা নেয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি, ইউজিসি উদ্যোগ নিয়েছে। সেখানে তাদের স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা উচিত। 

Spread the love