বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর কাছে শেষ অন্নের দাবী প্যানেলভুক্ত শিক্ষকদের

মোঃ জিয়াউর রহমান জিয়া, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

শিক্ষামন্ত্রীর প্রতি প্যানেলভুক্ত শিক্ষকদের আকুতি, একটু সহানুভুতি কি পেতে পারেনা দেশের ২৪ হাজার অসহায় পরিবার ! মানবেতর জীবন কাটাচ্ছে এসব পরিবারের লোকজন। নির্বাক চিত্তে চেয়ে আছে সরকারের দিকে। ঝরছে অশ্রুজল, কি হবে তাদের ভবিষ্যৎ? একদিকে সংসারের ব্যায়ভার অন্যদিকে ছেলে মেয়ের ভরণ পোষন মূলত বেকার জীবন । সরকার তাদের প্রতি সু-দৃষ্টি দিলে ২৪হাজার পরিবারের অন্ন যোগান হতো, দুর হতো তাদের দারিদ্রতা । সামান্য ভাতের আনন্দোনে বর্তমান সরকার কিসের পরিচয় দিচ্ছে জনগনের কাছে এমন প্রশ্ন? কিছু প্যানেল শিক্ষকদের সাথে সাক্ষাত করলে নাম প্রকাশে এক শিক্ষিকা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন- ভাই এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেছি চাকুরীর বয়স শেষ, প্যানেলে আছি- বিয়ে হচ্ছেনা,অনেক পাত্র দেখে পছন্দ করে, কিন্তুু যৌতুক চায় অনেক! চাকুরীটা হলে বিয়ে হয়ে যাবে বিনা যৌতুকে, না হলে মৃত্যু ছাড়া আর কোন উপায় নাই আমার । হাজার হাজার দরিদ্র মেধাবী প্যানেলে রয়েছে সন্দিহান অস্থায়। শেষ জীবনে একটু সুখের আশায়। তারা আরো জানায়- প্রধানমন্ত্রি তাদের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Spread the love