শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুকে হত্যার পর মাটিচাপা, একজনের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে শিশু চুমকি ধর্ষণ ও হত্যা মামলায় রিয়াদ প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন। এ মামলায় ধলি বেগম নামে একজনকে খালাস দেয়া হয়েছে।

প্রথমবারের মতো প্রজেক্টরের মাধ্যমে এ রায় ঘোষণা দেখানো হয়। ডিজিটাল পদ্ধতিতে রায় ঘোষণা ঘিরে আদালত চত্বরে অনেকেই ভিড় করেন।

২০১৬ সালের ১৪ জুন আম খাওয়ানোর কথা বলে নিজ কক্ষে নিয়ে শিশু চুমকিকে ধর্ষণের পর হত্যা করে রিয়াদ। পরে চাচি ধলি বেগমের সহায়তায় শিশুটির লাশ ঘরেই মাটিচাপা দেয়া হয়।

ঘটনার তিনদিন পর পীরগঞ্জ থানায় রিয়াদ ও ধলির বিরুদ্ধে হত্যা মামলা করেন শিশুটির বাবা। মামলার পর একই দিন বিকেলে রিয়াদের কক্ষ থেকে চুমকির লাশ উদ্ধার করে পুলিশ।

মামলাটি তদন্ত শেষে ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন পীরগঞ্জ থানার এসআই নজির হোসেন।

Spread the love