শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের মধ্যে লুকাইত সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অপরীসিম-জেলা তথ্য অফিসার

Artদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ শামসুদ্দীন বলেছেন, একুশ আমাদের চেতনার উৎস। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও সংগ্রামী চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এ বিশ্বাস আমাদের আছে এবং আমার তা করবো। তিনি বলেন একুশের শিক্ষা মূলত ভাষা গত বৈচিত্র্যকে স্বীকার করে সবার মধ্যে একাত্মতা বোধ ও সহমর্মিতা সৃষ্টির শিক্ষা। শিশুদের মধ্যে লুকাইত সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অপরীসিম। শিশুরা যে বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে বিষয়ে তাদের বিস্তারিত অন্তরে ধারন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবি আজিয়াটা লিমিটেড এর সহযোগিতায় শিশু একাডেমীর ব্যবস্থাপনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা তথ্য অফিসার একথা বলেন। দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবি আজিয়াটা লিমিটেড এর এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, সেন্টার ম্যানেজার সৈয়দ ইমাম ওয়াসিস, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলাম, দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিউদ্দীন চৌধুরী ডাবলু প্রমুখ। আলোচন সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিশুদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

Spread the love