শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু রহিমুল্লাহর পাশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও: রহিমুল্লাহকে ঠাকুরগাঁওয়ের অনেকে চিনেন। গত মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মা মারা যায়। অলৌকিকভাবে ৫/৬ বছরের ছেলেটি বেঁচে যায়। জেলা প্রশাসক তখন হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসাবাবদ আর্থিক সহায়তা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।
শনিবার জেলা প্রশাসক পুনরায় রহিমুল্লাহ খোঁজখবর নেওয়ার জন্য বালিয়াডাংগীর পারিয়া ইউনিয়নে যান এবং তার বাবা- ভাইর সাথে কথা বলেন। রহিমুল্লাহকে যেন পড়াশোনা করানো হয় সেব্যাপারে জেলা প্রশাসক তার পিতাকে পরামর্শ দেন। জেলা প্রশাসক তার পিতাকে একটা গাভী, ৪টি ছাগল এবং কিছু আর্থিক সহায়তা দেন। জেলা প্রশাসক রহিমুল্লাহর পিতাকে গরু ছাগল লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রহিমুল্লাহ কে পড়াশোনার খরচ চালানোর পরামর্শ দেন।
জেলা প্রশাসকের সাথে এসময় এডিসি (জেনারেল)নুর কুতুবুল আলম,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Spread the love