বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শীতের সবজিতেই ঘুরে দাঁড়াতে চান ঠাকুরগাঁওয়ের কৃষকরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাতে কোদাল ও নিড়ানী। কারো হাতে শাবল। আবার অনেকের পিঠের পিছনে কীটনাশক দেওয়ার ¯েপ্র মেশিন। কখনও দল বেঁধে, আবার কখনও একাই ক্ষেতের পরিচর্যা। এভাবেই সবজির ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও জেলার কৃষকরা।

দম ফেলার সময় নেই এখন তাদের। সিংহভাগ কৃষকের ক্ষেতেই দিন কেটে যাচ্ছে। অনেকে আবার টোল বসিয়ে রাতও যাপন করছেন। এত কর্মযজ্ঞ কেবল বেঁচে থাকার তাগিদে। সামান্য বাড়তি আয়ের আশায়। ধান চাষে টানা কয়েক বছর লোকসান গুণে এবার তারা শীতের সবজিতেই ঘুরে দাঁড়াতে চাইছেন।

কৃষকের পরিশ্রম ফলও দিয়েছে। চারিদিকে সবজির সমারোহ। বাঁধাকপি, ফুলকপি, মূলা, করলা, লাল শাক, পালংশাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, ডাটা, চিচিঙা, পটল, কাঁচা মরিচ গাছে ছেয়ে আছে বিস্তীর্ণ মাঠ। শীতকালীন এসব ফসলের অধিকাংশই কৃষক নিয়মিত বাজারজাত করছেন। দামও পাচ্ছেন বেশ ভাল।

সদর উপজেলার নারগুন, খোচাবাড়ী, ভাওলার হাট, শিবগঞ্জ, আউলিয়াপুর, ভুল্লী, দেবীপুর, বেগুনবাড়ী সহ কয়েকটি এলাকায় ঘুরে সবজি চাষীদের সঙ্গে কথা বলেই এমন তথ্য জানা গেছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, চলতি রবি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। যা গত বছর চাষ করা হয়েছিল ৬ হাজার হেক্টর জমিতে।

নারগুনের সবজি চাষী জাহিদুল ইসলাম জানান, ধান চাষে টানা কয়েক বছরের লোকসান দেওয়ার পর এবার তারা ঘুরে দাঁড়াতে চাইছেন। সবজি চাষে জমি ও পুঁজি, দুইই কম লাগে। এবার সবজির ফলনও ভালো হয়েছে। তাই নতুন আশার সঞ্চার হয়েছে।

বেগুনবাড়ী এলাকার সবজি চাষী মোসলেম উদ্দীন জানান, তিনি এবছর ৬ বিঘা জমিতে সবজি চাষ করেছে। ফলনও বেশ ভালো হয়েছে। বর্তমান বাজারে সবজির দামও ভালো রয়েছে। তাই তিনি এই সবজি চাষে লাভবান হবেন বলে আশা করেন।

আউলিয়াপুর এলাকার সবজি চাষী হায়দার আলী বলেন, ধান চাষ করে তিনি অনেক লোকসান দিয়েছে। তবে সবজি চাষ করে বেশ ভাল দাম পাচ্ছে। এছাড়াও জেলার সবজি দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন ট্রাক যোগে পাঠানো হচ্ছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আরশেদ আলী জানান, জেলার কৃষকরা ধান চাষে তেমন একটা সুবিধা করতে পারছেন না। তাই চলতি রবি মৌসুমে সবজির আবাদ ব্যাপক হারে করা হয়েছে।

Spread the love