শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার মুক্তি পাচ্ছে শেখ হাসিনার জীবনীভিত্তিক চলচ্চিত্র

প্রথমবারের মতো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হলো। ‘হাসিনা: এ ডটার’স টেল’ নামে এই ডক্যুড্রামাটি নির্মাণে সহায়তা করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই। আগামী ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র পরে ১৬ নভেম্বর সারাদেশের ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

একজন তুখোড় রাজনীতিবিদের মানবিক গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের দেখা পাবেন দর্শক; এমনটাই আশা করছেন নির্মাণ সংশ্লিষ্টরা।

গোপালগঞ্জের নিভৃত পল্লীতে জন্মেছিলেন স্বাধীন বাংলার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

প্রত্যন্ত সেই অজপাড়াগাঁয়েই জন্ম নেয়া আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের পরিক্রমায় রাজনীতির নানা পথ বেয়ে তিনিই আজ কাণ্ডারি হয়েছেন গণতান্ত্রিক বাংলাদেশের উন্নয়নের পথপ্রদর্শক হয়ে।

রাজনীতির মঞ্চে শেখ হাসিনাকে উত্তপ্ত ভাষণে, নিপীড়িত মানুষের পাশে সাহায্য নিয়ে, রাজপথের স্লোগানে বহুবার দেখেছে মানুষ। কিন্তু, পিতার স্বপ্ন পূরণে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনটা কেমন ? তাঁর অবসর, তাঁর একাকীত্ব, তাঁর একান্তই নিজের জগৎটাইবা কেমন ??

আপামর মানুষের এমন নানা প্রশ্নের উত্তর মিলবে এবার বড় পর্দায়। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে নির্মিত ডকুড্রামা শেখ হাসিনা: অ্যা ডটারস টেলের ফ্রেমে ফ্রেমে ফুটিয়ে তোলা হয়েছে শেখ হাসিনার জীবনের নানা অপ্রকাশিত কথা ও তথ্য। ৫ বছরের নির্মাণে কতটুকু ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে নির্মাতার?

পরিচালক পিপলু খান বলেন, ‘আমি একটা নিউজ এলিমেন্ট তৈরি করতে চাইনি। আমার ডকুমেন্টারিতে শেখ হাসিনা সংবাদ উপাদান নয়, কাব্যিক উপাদান।’

গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সি আর আই এর প্রযোজনায়, চলচ্চিত্রটির নির্মাণের পেছনে থাকা কুশলীদের আশা- প্রবল রকমের রাজনীতিবিদের মানবিক গল্পে দর্শক খুঁজে পাবেন এক পিতৃহারা কন্যা ও স্বপ্নবাজ নেতৃত্বের নেপথ্যের কথা।

সিআরআই’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, ‘এটার একটা ডিজিটাল ভার্শনও রিলিজ হবে। ঢাকার বাইরে আরো হলে যাচ্ছে। এরপরে টিভিতে যাবে। তারপরে আসলে দেশের বাইরে যাওয়ারও একটা বিষয় আছে।’

ছবিটির পরিচালক পিপলু খান বলেন, ‘একটা টাইম পিরিয়ড, যেটাতে ধুলো পড়েছে। আমি সেটাকে ফিরিয়ে আনতে চাই।’

আসছে ১৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ১৬ নভেম্বর ঢাকার তিনটি এবং চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে সর্বসাধারণের জন্য মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রত্যাশিত শেখ হাসিনা: অ্যা ডটারস টেল এর।

Spread the love