শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৫’। ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা  ৬টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের  উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু (এমপি)। আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকী,  মহিউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ।

১০ ডিসেম্বর, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তন ও সকল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে একযোগে শুরু হবে এ উৎসব। এ উৎসব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে প্রয়াত চিত্রপরিচালক তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না চলচ্চিত্রটি।

প্রায় অর্ধ মাসব্যাপী এ উৎসবে আরো প্রদর্শিত হবে অ্যাডাম দৌলার বৈষম্য, আলমগীর কবীরের সীমানা পেরিয়ে, জহির রায়হানের কাঁচের দেয়াল, মহিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলীর সূর্য দীঘল বাড়ী, পরিচালক প্রসূন রহমানের সুতপার ঠিকানা, গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি, বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী, হারুনুর রশীদের মেঘের অনেক রং, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ, নাসির উদ্দিন ইউসুফের গেরিলা।

তা ছাড়াও আরো প্রদর্শিত হবে- সুভাষ দত্তের সুতরাং, নোমান রবিনের কমন জেন্ডার,  তারেক মাসুদের রানওয়ে, মুরাদ পারভেজের বৃহন্নলা, আবু সায়ীদের কিত্তনখোলা, আকরাম খানের ঘাসফুল, সাইদুল আলম টুটুলের আধিয়ার, তানভীর মোকাম্মেলের লালন, সৈয়দ সালাহউদ্দীন জাকীর ঘুড্ডি, আব্দুল্লাহ আল মামুনের সারেং বৌ, গাজী রাকায়েতের মৃত্তিকা মায়া।

Spread the love