বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুরু হচ্ছে মাসব্যপী একুশে গ্রন্থমেলা শুরু

Pic-21 Fশুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা শুরু ।শনিবার থেকে  মাসব্যাপী এই বইমেলার পরিধি ছাড়িয়ে যাবে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।
এবার মেলায় ৪৩০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে প্রকাশকদের৷এছাড়াও একাডেমী প্রাঙ্গণে শিশু কর্নার, লিটল ম্যাগ চত্বর, তথ্যকেন্দ্র, মিডিয়া, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, শিল্প ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানকে জায়গা দেয়া হয়েছে৷ আর বটতলার নজরুল মঞ্চে হবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন৷ এবার মেলায় বাংলা একাডেমীর বইয়ের স্টল থাকছে ২টি৷

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন জানান, মেলার পরিসর বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের৷ আর নিরাপত্তার দিক থেকে পরিসর বাড়ানো ছিল একটি বড় চ্যালেঞ্জ৷ এবার বাংলা একাডেমী সেই চ্যালেঞ্জটি নিয়েছে৷ নিরাপত্তাও নিশ্চিছিদ্র করা হয়েছে৷

শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনের পরই মেলা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷ এবারের মেলা উৎর্সগ করা হয়েছে প্রয়াত ভাষা সৈনিক, লেখক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানকে৷
এবার বই মেলায় সাহিত্য পুরস্কার ও ফেলোশিপ দেয়া হবে৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদারকে ফেলোশিপ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমী৷

Spread the love