শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুরু হলো জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় শুরু হলো ‘এক্সিম ব্যাংক ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২০’।

মঙ্গলবার বিকেলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এক্সিম ব্যাংক এর পরিচালক লে: কর্নেল (অব:) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মো: জসীম উদ্দিন পিপিএম (বার), বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, নড়াইল জেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র বোস, নড়াইল পৌরসভা মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

এছাড়া আরো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রথমদিন সকালের খেলায় বাংলাদেশ আনসার ৬৪-০২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে,  জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩০-০৫ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-১১ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে এবং বাংলাদেশ পুলিশ ৪২-০৯ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

দুপুরের খেলায় দিনাজপুর জেলা জেলা ক্রীড়া সংস্থা ১৮-১৩ গোলে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থাকে, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ২৩-০২ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। 

Spread the love