শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখপুরা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনকে বনায়ন কর্মসূচীর জন্য ৫ কিলোমিটার রাস্তা বরাদ্দ

ষ্টাফ রিপোর্টারঃ গতকাল বুধবার ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুরের পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় শেখপুরা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উন্নয়ন কল্পে ইউনিয়নের মাধবপুরহাট চৌধুরীর মোড় হতে কিসমত মাধবপুর আবাসন ও ওয়াপদা মোড় পর্যন্ত ৫ কিলোমিটার কাচা রাস্তা বনায়ন কর্মসূচীর জন্য বরাদ্দ দিয়েছেন ১৫ বছরের জন্য। উক্ত চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়, সিএম মুক্তি কুজুর, প্রতিবন্ধী স্ব-সংগঠনের সভাপতি মোমেনা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় ইউনিয়নের পক্ষে ইউপি সদস্য আব্দুল মজিদ, মহিলা সদস্য দিপ্তী রানী রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেণ। চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন প্রতিবন্ধী ব্য&&ক্তদের অধিকার ও উন্নয়ন কল্পে রাস্তায় বনায়ন কর্মসূচীর প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় প্রতিবন্ধীদের কল্যাণে ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামের আন্তরিকভাবে এগিয়ে আসাতে প্রশংসা করেন।

 

 

Spread the love