বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচী দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে-হুইপ ইকবালুর রহিম

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচী দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহাসড়কে এগিয়ে চলছে। তিনি বলেন, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণ মুখী বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ফলে দেশের মানুষ ভালো আছে।

২২ জুলাই সোমবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আষ্করপুর ইউনিয়নের খানপুর বাজার মাদ্রাসায় ৫ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে অত্যাধুনিক একাডেমিক ভবন নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে আমরা দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি। আমরা এই অর্জনকে আরো এগিয়ে নিতে চাই। সেদিন বেশি দুরে নয়, যেদিন বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে। বর্তমান সরকারের এই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে দেশের সকল মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবো। এরপর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা ১০নং কমলপুর ইউনিয়নের কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭০ লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত একাডেমিক ভবন এবং ৭নং উথরাইল ইউনিয়নের দক্ষিণ কোতয়ালী মহাবিদ্যালয়ে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পৃথক পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল করিম, উপজেলা প্রকৌশলী মুহাঃ ফারুক হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দক্ষিন কোতয়ালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শমসের জামান সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিস্ট, ৯নং আষ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া, ৮নং শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক চৌধুরী, ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম সরকার, সাধারন সম্পাদক আহাচান হাবিব সরকার প্রমুখ।

Spread the love